ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
হোসেনপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা ও অতিরিক্ত দামে পণ্যসামগ্রী বিক্রি করায় এ জরিমানা করা হয়।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টরসহ বাজার কমিটির সদস্যরা ও আনসার সদস্যরা।  

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বাংলানিউজকে জানান, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে হোসেনপুর সদর বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার, বাসি ইফতারি সামগ্রী পাওয়া যাওয়ায় বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে রসের মিষ্টির দোকানকে ৩ হাজার, অতিরিক্ত দামে পণ্যসামগ্রী বিক্রি করার দায়ে এক্সপোর্ট গ্যালারিকে (পোশাক বিক্রয় প্রতিষ্ঠান) ৫ হাজার ও জয়কালি বস্ত্রালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।