ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরা সুপার মার্কেট পরিদর্শন করবেন ফায়ার সার্ভিসের টিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
রামপুরা সুপার মার্কেট পরিদর্শন করবেন ফায়ার সার্ভিসের টিম

ঢাকা: বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর নতুন করে রাজধানীর বিভিন্ন মার্কেট পরিদর্শন করছে ফায়ার সার্ভিস সদস্যরা। পরিদর্শনে মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটুকু আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রামপুরা সুপার মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দেখতে যাবে ফায়ার সার্ভিসের একটি টিম। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রামপুরা সুপার মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটুকু আছে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আজ দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পরিদর্শন করবেন।

সেখানে নেতৃত্বে থাকবেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জোন প্রধান বজলুর রশিদ।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।