ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২০০ বোতল ফেন্সিগ্রিপসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
দিনাজপুরে ২০০ বোতল ফেন্সিগ্রিপসহ আটক ১

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের সুন্দরা (মাঝাপাড়া) এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনির (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা। তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২০০ বোতল ভারতীয় ফেন্সিগ্রিপসহ জব্দ করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় তাকে সোর্পদ করে একটি মামলা দায়ের করা হয়।  

এর আগে শনিবার (৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে মনিরুজ্জামানকে আটক করা হয়।  

আটক মনিরুজ্জামান সুন্দরা (মাঝাপাড়া) এলাকার আনছার আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্মেলনে মাহমুদ বশির আহমেদ জানান, মনির ফেন্সিগ্রিপ বিক্রির উদ্দেশে আস্করপুর এলাকায় অবস্থান করছেন -এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় ঝিনাইকুরি পুকুর এলাকা থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ২০০ বোতল ফেন্সিগ্রিপসহ মাদককারবারি মনিরুজ্জামানকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাকে কোতোয়ালি থানায় সোর্পদ করে তার নামে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।