ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ভেজাল সরিষার তেল জব্দ, কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
নবাবগঞ্জে ভেজাল সরিষার তেল জব্দ, কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা): নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশ্রিত তেল উৎপাদন ও বিক্রির দায়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি তেল কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আল আমিন অয়েল মিল নামে কারখানাটি থেকে চার হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে।

এ সময় তেল প্রস্তুতকারক ব্যবসায়ী আল-আমিনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।  

রোববার উপজেলার ছোট বক্সনগর এলাকায় এই কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  

জানা যায়, উপজেলার ছাট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে পাম ওয়েল ও ক্যামিকেল রং এবং অল্প পরিমাণ সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল হিসেবে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে কারখানাটিতে অভিযান চালিয়ে এ তথ্যের প্রমাণ পাওয়া যায়।  

মো. আ. হালিম বলেন, আল আমিন অয়েল মিল নামে কারখানাটি থেকে চার হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে। এ সময় তেল প্রস্তুতকারক ব্যবসায়ী আল-আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও চলবে।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।