ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

‘৫০ হাজার টাকা পাচ্ছে জটিল রোগে আক্রান্তরা’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
‘৫০ হাজার টাকা পাচ্ছে জটিল রোগে আক্রান্তরা’

ঢাকা: অসহায় ও দরিদ্র ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা সরকারি সহায়তা হিসেবে এককালীন ৫০ হাজার টাকা করে পাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
 
সোমবার (১৭ এপ্রিল) নেত্রকোনা জেলার পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জেলার অসহায় ও দরিদ্র রোগীদের অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এ কথা বলেন।

এ তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা হিসেবে জেলার ২ শ অসহায় দরিদ্র ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মধ্যে এককালীন ৫০ হাজার টাকা করে এক কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অসুস্থ মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে।  

এ সরকার অসুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত ও মাতৃত্বকালীন ভাতাসহ সমাজের অন্যান্য অসহায় মানুষদের যেভাবে ভাতা দিচ্ছে তা অন্য কোনো সরকার আমলে করা হয়নি।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল ভাতার পরিমাণ বৃদ্ধি ও আরও বেশি পরিমাণ রোগীদের এই অর্থ সহায়তা দেওয়া। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতি মন্দার কারণে এর সহায়তার পরিমাণ বাড়ানো সম্ভব হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জনবান্ধব সরকার প্রধান। সব মানুষের জীবনে নিরাপত্তার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান ও গৃহীনদের ঘর তুলে দেওয়াসহ অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। তার লক্ষ্য সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন বক্তৃতা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।