ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে প্রায় ৪০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন।  

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি সাবজোন মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মো. গোলাম মহিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন। ভবিষ্যতে এই ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।  

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ি, লুঙ্গি, সেমাই, দুধ, চিনি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত, রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসানসহ সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।