ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
তাড়াশে নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নিজ ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় জোসনা খাতুন নামে (৪৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোসনা খাতুন ওই গ্রামের ওসমান প্রামাণিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সাংসারিক নানা জটিলতায় হতাশাগ্রস্ত ছিলেন জোসনা খাতুন। মঙ্গলবার তার স্বামী কাজে উদ্দেশে বাইরে ছিলেন। রাতের কোনো এক সময় তিনি সবার অজান্তে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে গৃহবধূর ছেলে তার মায়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে সকালে জোসনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।