ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক-মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
সাভারে সড়ক-মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট

সাভার (ঢাকা): ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপে সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রায় ৪২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আরিচা ও টাঙ্গাইলগামী লেনে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

 

এ ছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে৷

দেখা গেছে, বাস সংকটে জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ স্বজনদের সাথে ঈদ করতে বাসের ছাদ, ট্রাক ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন৷ এ ছাড়া যাত্রীরা দীর্ঘ যানজট অতিক্রম করে তীব্র গরমে হাঁসফাঁস করছেন৷

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, মূলত যানজট সৃষ্টি হয়েছে চন্দ্রা এলাকার দিকে। সেখান থেকে আমাদের এদিকেও যানজট ছড়িয়ে পড়েছে। চন্দ্রা থেকে ক্লিয়ারেন্স দেওয়া হলে আমরা এখান থেকে গাড়ি ছাড়তে পারছি। আমাদের পুলিশ সদস্যরা প্রত্যেকটি পয়েন্টে রয়েছেন। যাত্রীদের নিরাপত্তায় তারা কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩

এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।