ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
না.গঞ্জে বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচন ও আন্দোলনকে কেন্দ্র করে এবারের ঈদকে গুরুত্বপূর্ণ মনে করছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা। আর তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে ঈদ উদযাপন করবেন তারা।

সূত্র মতে, কেন্দ্র থেকে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় থেকে সাধারণ মানুষের সঙ্গে ঈদ করতে বলা হয়েছে। প্রতিটি নেতাকর্মী রমজানের শুরু থেকেই দলের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে ও ইফতার মহফিল করে মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন। এর মধ্যে চলমান নানা কর্মসূচিও পালন করেছেন নেতারা।  

দলের নির্বাহী কমিটির সদস্য
দলের নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারে, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে, কাজী মনিরুজ্জামান রূপগঞ্জে, আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে ঈদ উদযাপন করবেন। এরা সবাই নিজ গ্রামে গ্রামবাসীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

জেলা ও মহানগর বিএনপি
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু শহরে নিজ নিজ এলাকায়, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন রূপগঞ্জে, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব শহরের মিশনপাড়ায় ঈদ উদযাপন করবেন।

অঙ্গ সংগঠন
মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ শহরের মাসদাইরে, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু সিদ্ধিরগঞ্জে, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল খানপুরে, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ খানপুরে ও রূপগঞ্জে, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর সিদ্ধিরগঞ্জে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মাসদাইরে ও রূপগঞ্জে, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম রূপগঞ্জে, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া রূপগঞ্জে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।