ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ শাহজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার আব্দুল খালেকের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আজ সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসল করতে নামেন। এতে শাহজাহান টিউব নিয়ে সাগরে কিছুটা দূরে চলে যান।

গোসলের একপর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। এ সময় তাকে ভেসে যেতে দেখে স্থানীয় লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।