ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে হত্যা মামলার আসামি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
কুলিয়ারচরে হত্যা মামলার আসামি আটক 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষক আবু বকর (৫৫) হত্যা মামলার আসামি মো. আলম মিয়াকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (২৬ এপ্রিল) র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক আলম একই উপজেলার মুজরাই (মধ্যপাড়া) এলাকার মৃত মাহাম্মদ আলীর ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ছাত্রীদের ইভটিজিং করার ঘটনায় বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা পিটিয়ে হত্যা করে কৃষক আবু বকরকে (৫৫)। এ ঘটনায় চারজনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টার দিকে জেলার বাজিতপুর উপজেলার জোয়ারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। সে সময় মামলার এজহার নামীয় আসামি মো. আলম মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম জানান, গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। প্রথমে তিনি কটিয়াদীর বিভিন্ন স্থানে আত্মগোপন থাকেন। পরবর্তীকালে বাজিতপুরে তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকেন।  

আটক আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নিতে তাকে (আলম মিয়া) কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।