ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটকরা হলেন- চক্রের মূলহোতা জুবায়ের আহমেদ (১৮), আবুল বাশার মিয়া (১৮) ও বায়জিদ বোস্তামী (২২)।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

আটকরা দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে অন্যদের কাছে বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।