মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় ফারজানা (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা মাদবরেরচর এলাকার ফিরোজ মোল্লার মেয়ে। শিশুটি ওই এলাকার বয়াতিকান্দি তালিমুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল সে।
জানা গেছে, দুপুরে নানা বাড়ি যাওয়ার উদ্দেশে মায়ের সঙ্গে বাড়ি থেকে রওনা হয় ফারজানা। উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গেলে মায়ের হাত থেকে ছুটে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু হয়।
শিশুটির মা রুমা বেগম জানান, দুপুরে ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ি ভাঙ্গার উদ্দেশে রওনা করি। সড়ক পার হওয়ার সময় বাম হাতে রনি ও ডান হাতে ছিল ফারজানা। সে মুহূর্তেই হাতে থেকে ছুটে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মেয়ের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পাঁচ্চর হাসপাতালে ছুটে যাই। তবে ওখান থেকে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআরএস