ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মাইক্রোবাসচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সাতক্ষীরায় মাইক্রোবাসচাপায় নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মো. আফজাল হোসেন মানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার আগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন মানিক সদর উপজেলার কুশখালি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মোটরসাইকেলে বাঁশদহা থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি নামলে মোটরসাইকেলের চাকা পিছলিয়ে দ্রুতগামী মাইক্রোবাসটির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই মানিক চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রাস্তা দিয়ে নিয়মিত ইটভাটার ট্রাক মাটি বহন করে থাকে। এসব মাটি ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে জমে যায় আর বর্ষা হলেই তার ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।