ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ৩, ২০২৩
পরীক্ষায় দায়িত্বে অবহেলা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

গাইবান্ধা: চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর (সিকে) স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব একেএম আব্দুন নুরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত একটি পত্র পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়।

এর স্মারক নং ০৫.৫৫.৩২৬৭. ০০০.৩৭.০০৩.২২.৪৮৪,স্মারকপত্র মোতাবেক দিনাজপুর শিক্ষা বোর্ডের স্মারক নং মাউশিবোদি/পনি/এসএসসি পরী:২০২৩/৪৩০৫(১০) তাং ০২/০৫/২০২৩।  

এতে উল্লেখ করা হয়, দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ একেএম আব্দুন নুরকে পরীক্ষাকেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ওই কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক অথবা উপজেলা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান জানান, মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের কয়েকটি কক্ষে এমসিকিউ প্রশ্নে অধিকাংশ পরীক্ষার্থী একই কোডে উত্তরপত্র পূরণের ঘটনা ঘটে। এর দায় এড়াতে পারেন না কেন্দ্র সচিব। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।