ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলের জমি মাপতে গিয়ে প্রাণ গেল ম্যানেজিং কমিটির সভাপতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
স্কুলের জমি মাপতে গিয়ে প্রাণ গেল ম্যানেজিং কমিটির সভাপতির

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের জমি পরিমাপ করতে গিয়ে প্রাণ গেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের।

বুধবার (৩ মে) দুপুরে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম স্থানীয় কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ের জমি পরিমাপ করে বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। এর একপর্যায়ে গোয়াল গ্রামের হাসেম মজিদের ছেলে নজরুল ইসলাম তার সঙ্গীয় লোকজন নিয়ে সভাপতির সঙ্গে বিতণ্ডার জড়ান এবং মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীন মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।