ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কার-টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কার-টাকা লুট

ফেনী: ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে একটি পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (০৩ মে) গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের আমজাদ ভূঁইয়া বাড়ির মো. হোসেন সওদাগরের ঘরে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, কৌশলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হোসেন সওদাগরের ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পরিবারের ১০ সদস্যকে অচেতন করে আলমারি ভেঙে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

চেতনানাশক স্প্রেতে অসুস্থ হয়ে পড়া সাত নারী, শিশু ও গৃহকর্তা মো. হোসেনকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।