ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বসুন্ধরার অর্থায়নে শুভসংঘ স্কুলের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মে ৫, ২০২৩
মাদারীপুরে বসুন্ধরার অর্থায়নে শুভসংঘ স্কুলের উদ্বোধন

মাদারীপুর: মাদারীপুরের গুচ্ছগ্রামে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শুভসংঘ স্কুলের উদ্বোধন করা হয়েছে। জেলার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গুচ্ছগ্রামে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শুভসংঘ স্কুলের উদ্বোধন করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

শুক্রবার (৫ মে) বিকেলে এ স্কুলের উদ্বোধন করা হয়।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গুচ্ছগ্রামে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ স্কুল উদ্বোধন করা হয়। এ গ্রামের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত। অনেকেই অক্ষর জ্ঞানহীন। এসব শিশুদের অক্ষর জ্ঞান দেওয়ার পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা গ্রহণের জন্যই এ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, ‘শুভসংঘ হচ্ছে কালের কণ্ঠের একটি সংগঠন। এর পৃষ্ঠপোষকতা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন একটি করে স্কুল করার পরিকল্পনা নিয়েছি। এছাড়া প্রতিটি জেলায় একটি করে পাঠাগার করা হবে। আমরা শিশুদের হাতে বই তুলে দিতে চাই এবং শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে চাই। যে এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, যারা স্কুলে যেতে পারছে না, সে রকম জায়গায় শিশুদের একত্রিত করে আমরা স্কুল করতে চাই। ইতোমধ্যেই ৮টি স্কুল করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এখানে আমরা শিশুদের স্কুলড্রেস, ব্যাগ, বই সব দেব। শিক্ষকের বেতনসহ স্কুলের যা যা খরচ সবই বহন করা হবে। এখানেই শুধু তাদের পড়ানো নয় বরং যখন তারা হাইস্কুলে যাবে তখন তাদের মাসিক বৃত্তি দেওয়া হবে। এরপর যতদূর সে পড়তে চায় ততদূর বৃত্তি দেওয়া হবে। যেন অভাবে পড়ে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তা কার্যকর করছেন। ’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দিন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাভলু তালুকদারসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের জেলা-উপজেলা প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মে ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।