ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জরায়ু মুখ-স্তন ক্যানসার প্রতিরোধে পরিবারকে এগিয়ে আসতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ৬, ২০২৩
জরায়ু মুখ-স্তন ক্যানসার প্রতিরোধে পরিবারকে এগিয়ে আসতে হবে

ঢাকা: জরায়ু মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম।

তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

কিন্তু এক্ষেত্রে পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে।  

শনিবার (৬ মে) বিকেলে রাজধানীর রমনায় পুনাক ভবনে আয়োজিত জরায়ু মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক শীর্ষক কর্মশালায় ডা. রওশন আরা এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপ্টা সচেতনতামুলক এ কর্মশালার আয়োজন করে।

ডা. রওশন আরা বলেন, প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য পুনাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুনাক একটি বিশাল শক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। পরে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপ্টার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় পুনাকের সদস্য ও ইনসেপ্টার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।