ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশে আইস’র ‘সবচেয়ে বড় চালান’ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ৭, ২০২৩
দেশে আইস’র ‘সবচেয়ে বড় চালান’ জব্দ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্ত থেকে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ মে) রাতে এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা) সাইদুর রহমান শেখ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।

তিনি জানান, দেশে এখন পর্যন্ত জব্দ করা ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান এটি।

পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে আইসের বড় একটি চালান দেশে ঢুকবে। এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ চারজনকে আটক করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল রহমতের বিল সীমান্ত দিয়ে দেশে আনার সময় ২১ কেজি ৯০ গ্রাম আইস জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রুজুরুছ মিয়া (৫১), মো. ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।