ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
আদিতমারীতে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৯ মে) দুপুরে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মৃত শমসের আলীর ছেলে তাজুল ইসলাম মঞ্জু (৪৮), একই ইউনিয়নের দক্ষিণটারী গ্রামের মৃত সুলতান আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৫), ফরহাদ হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩০), মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত মজমুল হকের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের নুরুল হকের ছেলে সাজু মিয়া (৩৪)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সারা রাত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।