ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বামী-স্ত্রীর ঝগড়া, দুই পরিবারের ২ জনের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ৯, ২০২৩
স্বামী-স্ত্রীর ঝগড়া, দুই পরিবারের ২ জনের আত্মহত্যা প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নে দুইটি পৃথক ঘটনায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক স্ত্রী এবং এক স্বামী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

 

নিহতরা হলেন, মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (২৮) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের বাসিন্দা কাসেম আলী (৫৫)।

জানা গেছে, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রী সুমির চাকরি নেওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছিল। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইলফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়। এ নিয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি।

অন্যদিকে, বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মুন্নাফ হোসেন বলেন, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এনিয়ে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কাসেম।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, খবর পেয়ে এলংজানী গ্রাম থেকে সুমির ও বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেমের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।