ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় গাঁজার গাছসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
শৈলকুপায় গাঁজার গাছসহ আটক ৩

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম থেকে গাঁজার গাছসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১০ মে) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের সুবান বিশ্বাসের ছেলে হামজা বিশ্বাস (৩২), টুকু বিশ্বাসের ছেলে অহিদুল বিশ্বাস ও জিয়া বিশ্বাস (৪০)।

ওসি শাহীন উদ্দিন জানান, মিনগ্রামের জিয়া বিশ্বাসের বাড়ির পূর্বে একটি নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে গাঁজার আবাদ করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় দুইটি গাঁজার গাছসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।