ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ কাটল তিতাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ কাটল তিতাস

নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার ১৫টি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে গ্রামগুলোর পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দিনব্যাপী সোনারগাঁয়ের মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামে অভিযান পরিচালনা করে তিতাস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপনন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম।

পরে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে সুরুজ আলম বলেন, কয়েক দিনের মধ্যেই সোনারগাঁয়ের সব অবৈধ গ্যাস সংযোগ বন্ধের কার্যক্রম শেষ করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।