ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কা মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে মহাখালী রেলগেট এলাকায় মামুন ট্রেনের ধাক্কায় আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন জানান, নিহত মামুন সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার বাসিন্দা। বর্তমানে মহাখালী এলাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।