ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধানভর্তি ট্রাক উল্টে পড়ল ঘরে, ঘুমন্ত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ২০, ২০২৩
ধানভর্তি ট্রাক উল্টে পড়ল ঘরে, ঘুমন্ত ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ধান ভর্তি ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় শশী ভূষন বাড়ৈ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত ওশশী ভূষন বাড়ৈ কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ি থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুইটি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পাশে একটি ঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শশী ভূষন বাড়ৈর মৃত্যু হয়।  

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।