ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
রাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান এবং স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২০ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব হলসহ মোট নয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এবার তিনটি অনুষদের পাঁচটি বিভাগের ১৮০টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বলেছেন, তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এ পরীক্ষায় অংশ নিয়েছেন।  

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, আমাদের এখানে প্রতিটি হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল কাজ করেছে।  

এদিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন সেবার ব্যবস্থা করে দিয়েছে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের থাকার জন্য জেলার হোটেল-মোটেল মালিকরাও হোটেলে থাকার জন্য ২০ শতাংশ ছাড় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।