ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজার মোড়ে আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
বঙ্গবাজার মোড়ে আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ ছবি: বাংলানিউজ

ঢাবি: শহরে গাছ কাটা বন্ধসহ চার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় অভিমুখে যাত্রা করা আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ।

রোববার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় হয়ে বঙ্গবাজার মোড়ের নিকট আসলে পুলিশ ১১টা ৫০ মিনিটে আটকে দেয়।

 

এরআগে, বেলা সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে 'সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন' ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। চার দাবিগুলো হল- সাতমসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করে কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানো, জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার 'উন্নতমানের দ্রুতবর্ধনশীল গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করা, গাছ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা নেওয়ার মাধ্যমে নগরের গাছ ও সবুজবলয় সুরক্ষার করা এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া।

কর্মসূচি হাতে গাছ মুখে অক্সিজেন লাগিয়ে অংশ নিয়েছেন পরিবেশ কর্মী নয়ন সরকার। জানতে চাইলে বাংলানিউজকে বলেন, বায়ু দূষণের কারণে আমাদের অক্সিজেন নেওয়ায় সমস্যা হচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। অথচ আমরা প্রতিদিন গাছ কেটে পরিবেশ বিপর্যয় করছি। এটা বোঝাতে আমি অভিনব পন্থায় প্রতিবাদ করছি।

এ সময় আন্দোলনকারীরা গাছ হত্যাকারী ঠিকাদারের শাস্তি চাই, গাছ কেটে এত উন্নয়ন! এতো টাকা প্রয়োজন, যে মেয়র গাছের না, সে মেয়র চাই না, প্রকৃতি বান্ধব মেয়র চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসকেবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।