ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২২, ২০২৩
রংপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর: রংপুরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।  

সোমবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আবু তালেবের ছেলে শহিদুল ইসলাম (২২) ও একই জেলা ও উপজেলার পূর্ব সিন্দুনা এলাকার রনজিত চন্দের ছেলে দিদান্ত রায় (২১)।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার (২১ মে) দিবাগত রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়ার পূর্ব ইচলি এলাকার নূর ইসলামের খাবারের হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় রংপুর-লালমনিরহাটগামী মহাসড়কের সামনে রংপুর ডিবি টিম একটি অফ হোয়াইট রঙের প্রাইভেটকার আটক করে। পরে ওই গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের সিটের ওপরে ছোট লাল প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুই পোটলা গাঁজা জব্দ করা হয়। এ সময় ২টি বাটন মোবাইল ফোন ও ১টি স্মাটফোন জব্দ করা হয়।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।