ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাকে আসামি করে পুলিশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাকে আসামি করে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাসী ও পুলিশের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে প্রধান আসামি করে শুক্রবার দুটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

নিরীহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে অপর আরেকটি মামলা দায়ের করা হয়।  

শুক্রবার (২৬ মে) অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, পুলিশের ওপর বল প্রয়োগ করার অপরাধে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান বাদী হয়ে মোশারফ হোসেন মোশাসহ মোশা বাহিনীর ২৫ জনকে নামীয় ও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, আবু মিয়া, জায়েদা খাতুন, মারুফা খাতুন, আলো, মোশারফ হোসেন মোশা,  আনোয়ার হোসেন ধলকু, বদিউজ্জামান বদি, সাখাওয়াত উল্লাহ, নীরব, স্বাধীন, নাজমুল, ওয়াসিম, রিফাত, রায়হান, দেলোয়ার, তাজেল, রুবেল, লিটন, আমির হামজা, জয়নাল, শাহাজালাল, নুর জাহান, সালেহা, আলী আজগর ও এমারত ।

মামলার বাদী রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, মোশারফ হোসেন মোশার হুকুমে ও নেতৃত্বে উল্লিখিত আসামিসহ অজ্ঞাত ৭০/৮০ জন দেশীয় অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র, শটগান, ইটপাকেলসহ পুলিশের সরকারি কাজে বাধা দান, পুলিশের অতর্কিত আক্রমণ করে ককটেল ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় নিজেদের জানমাল রক্ষার্থে পুলিশ সদস্যরা ২২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, পিস্তল, ককটেল, লোহার রড, চাপাতি, রামদা, ছেনদাসহ ইত্যাদি অস্ত্রশস্ত্র সহকারে নিরীহ গ্রামবাসীকে ঘেরাও করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন মোশারফ হোসেন মোশাসহ তার বাহিনীর সদস্যরা। আর চাঁদার টাকা না পেয়ে নিরীহ গ্রামবাসীর ওপর অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে হত্যাসহ ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ মোশাকে প্রধান আসামি করে মোশা বাহিনীর ৩৭ জনকে নামীয় ও অজ্ঞাত নামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন।

ওই মামলার আসামিরা হলেন, মোশারফ হোসেন ওরফে মোশা, আনোয়ার হোসেন ধলকু, আলী আজগর ভূঁইয়া, বদিউজ্জামান বদি, সাখাওয়াত উল্লাহ, নীরব, স্বাধীন, নাজমুল, আব্বাস, ওয়াসীম, রিফাত, রায়হান, দেলোয়ার, অনিক, সূজন, তাজেল, রুবেল, লিটন, আমির হামজা ওরফে ভূট্টু, জয়নাল, কবির, শাহাজাদা, শিহাব, আরমান, কামাল, আলী, সোবহান, নূর ইসলাম, নিলু, এমারত, আমির মিয়া, তৃপ্তি, নাসরিন, আলম তারা, নূর জাহান, চুমকী।

এর আগে, বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ তাণ্ডব চালায় মোশা বাহিনী।

হত্যাসহ ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে মোশাসহ মোশা বাহিনী আবারো নিরীহ প্রতিবাদী গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন মোশাকে গ্রেফতার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে মোশা বাহিনীর সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মোশা বাহিনীর হামলায় পুলিশ, পথচারী, এলাকার নিরীহ মানুষসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় পুলিশ নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ২৭, ২০২৩

এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।