ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
বাড্ডায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকার ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

তাসিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামের মো. বাবুলের ছেল। তার বাবা-মা উত্তর বাড্ডা গোপীপাড়ার ১৩৩/এ নম্বর ৭ম তলা বাড়ির ২য় তলায় ভাড়া থাকতেন। অনলাইনে ডেলিভারিম্যানের কাজ করতো তাসিন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামা আনোয়ার হোসেন জানান, তাদের বাসার ছাদে বেশ কয়েকটি গাছ রয়েছে। সেই গাছে নিয়মিত পানি দিতো তাসিন। সকালে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শুনতে পারেন, তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বাড়িটির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এজেডএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।