ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ১১ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সিরাজগঞ্জে ১১ হাজার ইয়াবাসহ কারবারি আটক

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে মহাসড়কে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫টি ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহেল বাপ্পি (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

শুক্রবার (২৬ মে) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ অভিযান চালায় র‍্যাব।

আটক আব্দুল্লাহেল বাপ্পি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার কেজিপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।  

শনিবার (২৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ঝাঐল ওভার ব্রিজের ওপর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫টি ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।