ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৮২৫ ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২, ২০২৩
৩৮২৫ ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮২৫ ইয়াবাসহ কুখ্যাত মাদকবিক্রেতা মো. আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২ জুন) যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক আলমগীর দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

তার মাদক বিক্রির একাধিক সিন্ডিকেট রয়েছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। আটক আলমগীরের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ০২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।