ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সি নিয়োগ মালয়েশিয়ার এখতিয়ার

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সি নিয়োগ মালয়েশিয়ার এখতিয়ার

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সি নিয়োগ সম্পূর্ণভাবে দেশটির সরকারের এখতিয়ারের অধীনে। এক্ষেত্রে দরিদ্র জনগণ যাতে শোষণ না হয় তা নিশ্চিত করার জন্য তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩০তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগদানের সময় জাকার্তায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. জাম্বরি আবদ কাদিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. মোমেন।

বৈঠকে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বিষয়টি পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রীরা বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে শ্রমশক্তি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি বিভিন্ন খাতে বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, কৃষি, শিল্প, ওষুধ, আইসিটি এবং বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকে গাম্বিয়াকে সহায়তা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন। রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রতিক অগ্রগতি অবহিত করেন। তিনি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ত্বরান্বিত করে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান আনার জন্য বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে মালয়েশিয়াকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হতে বাংলাদেশের পক্ষে মালয়েশিয়ার সমর্থনও চান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।