ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাগরিকদের তথ্য চুরির ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নাগরিকদের তথ্য চুরির ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না: পলক

ঢাকা: নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৪ জুলাই) দুপুরে আইসিটি বিভাগে ওয়েবসাইটের তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের এই তথ্য চুরির ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কোনো সমস্যা হবে না বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এছাড়া এখানে শুধু তথ্যই চুরি হয়েছে, আঙুলের ছাপ বা রেটিনার তথ্য আলাদা সার্ভারে থাকায় তা সুরক্ষিত আছে।

প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে। এটি হয়েছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে। প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতেও তদারকির অভাব পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। আমরা সেগুলো নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করছি। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

গত ৭ জুলাই রাত আটটার দিকে খবর ছড়িয়ে পড়ে, সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য ফাঁস হয়েছে। মুহূর্তেই সরগরম হয়ে ওঠে দেশ। পরদিন জানা যায়, আরও তিনটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য আছে ঝুঁকিতে। মূল কারণ খুঁজতে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।

আরও পড়ুন:
নাগরিকদের তথ্য ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে কি না খোঁজ নেওয়া হচ্ছে

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।