মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকা থেকে পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার কালাম ওরফে গুতু মিয়ার ছেলে রোমান মিয়া (২৮), সদর উপজেলার হিজুলী এলাকার মৃত কেরফু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর নাফিজ ইমতিয়াজ জুয়েলের নেতৃত্বে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আটকদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে।
জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
আরএ