ঢাকা: আশুলিয়া এলাকা থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আটক মাদক কারবারিরা হলেন মো. আক্তার হোসেন (২২) ও মো. এনামুল মিয়া (২৩)।
শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
শনিবার (০৫ আগস্ট) বিকেলে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এসজেএ/এসআইএ