ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আসিয়ান জোটে মিয়ানমার এখন চাপের মধ্যে রয়েছে। মিয়ানমারের সদিচ্ছার কারণেই প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না।
বুধবার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুতে অগ্রগতি হয়েছে, সেটা ছোট হলেও আসিয়ানে মিয়ানমার সরকারের যে অবস্থান ছিল, সে অবস্থানের পরিবর্তন হয়েছে। আমি এখানে ভালোমন্দ কথাটি ব্যবহার করব না। তবে সেখানে তারা একটা চাপের মধ্যে আছে।
এই সমস্যাটির সমাধান হয়ে যেত, যদি তাদের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক গতি ধারায় থাকত। সেখানেও আমাদের খুব বেশি কিছু নেই। যারা বা যেসব রাষ্ট্র সেখানে গণতান্ত্রিক যাত্রার সহযোগিতা করেছে, অং সান সুচি ক্ষমতায়িতও হয়েছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। এরকম একটা বিশাল ব্যর্থতায় পরবর্তীতে পর্যালোচনা করার সুযোগ কমে যায়। তবে এটুকু বলা যেতে পারে, যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাদের ওপর দায়িত্বটা একটু বেশি বর্তায়। তারা সেটা পালন করার চেষ্টাও করছেন, তবে পেরে উঠছেন না, বলেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম আরও বলেন, রোহিঙ্গারা যেতে চান, আমরাও পরীক্ষামূলকভাবে পাঠাতে চাই। এ ক্ষেত্রে কোনোভাবেই বাধা হওয়া উচিত নয়।
রোহিঙ্গাদের পাঠানো সম্ভব হচ্ছে না কেন জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, সদিচ্ছার (মিয়ানমারের) অভাব।
প্রতিমন্ত্রী জানান, সৌদি মন্ত্রীর সঙ্গেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, এই ইস্যুতে তাদের যথাযথ সহযোগিতা দেবেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
টিআর/এমজেএফ