বরিশাল: জেলায় পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের নদীবন্দর এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে নদীবন্দরে প্রবেশের গেটের সামনের সড়ক থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাঞ্চনপুর এলাকার মো. সাইফুল ইসলামকে (২২) দুইকেজি গাঁজাসহ আটক করা হয়।
তবে এ সময় তার সহযোগী সাব্বির ওরফে বরিশাইল্ল্যাহ সাব্বির (২৭) পালিয়ে যেতে সক্ষম হন। সাব্বির এ অঞ্চলে ভাসমান হলেও তার পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় বসবাস করে।
এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এরআগে, বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশের অপর এক অভিযানে নগরের বেলতলা খেয়াঘাটের পল্টনের ওপর অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুইজন কারবারিকে আটক করা হয়।
আটক মনির হাওলাদার (৪০) বরিশাল সদর উপজেলার চানপুরার দুর্গাপূর এলাকার বাসিন্দা ও রিপন হাওলাদার (৩৩) চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমএস/এসআইএ