ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ছাতকে মামার হাতে ভাগনে খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ছাতকে মামার হাতে ভাগনে খুন ছবি: প্রতীকী

সিলেট: সুনামগঞ্জের ছাতকে দুই বছর আগের একটি হত্যা মামলার আপস-মীমাংসা করতে গিয়ে আরও একটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আপন মামার হাতে প্রাণ গেছে ভাগনের।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত সাদির আহমদ (৩০) উপজেলার বানায়ত গ্রামের মো. মনর আলীর ছেলে। হত্যাকারী নিহতের মামা একই ইউনিয়নের মনছব আলী।  

স্থানীয় সূত্রে জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। হত্যাকারী মনছব আলী ও নিহত ভাগনে সাদির দুই বছর আগের একটি হত্যা মামলায় আসামি ছিলেন। টাকা-পয়সার মাধ্যমে আপস করার সময় টাকা দেওয়া নিয়ে বৈঠকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে এক পর্যায়ে সাদির বাবার গায়ে লাঠির আঘাত লাগে। এটা দেখে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যান। তখন তার মামাসহ অন্য আসামিরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মামাসহ অন্য আসামিরা পালিয়ে যান।  

ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। আশা করছি, তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব। ময়নাতদন্তের পর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।