ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুজন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পৃথক স্থানে অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়ে দুজন সর্বস্ব খুইয়েছেন। এরা হলেন- ট্রাকচালক জাহিদুল ইসলাম (৩৮) ও বেসরকারি চাকরিজীবী মোজাম্মেল হোসেন (৩৮)।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাহিদুলের চাচাতো ভাই মো. আরিফুজ্জামান জানান, তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। গ্রামের বাড়ি থেকে রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার একটি আদালতে মামলার সাক্ষ্য দিতে আসেন জাহিদুল। সাক্ষ্য দেওয়ার পর তার বাড়ি ফিরে যাওয়ার কথা। তবে বাড়ি থেকে আসার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার বেলা ১১টার দিকে তার আইনজীবী ফোন করে গ্রামের বাড়িতে জানান আদালত প্রাঙ্গণের সড়কে অচেতন অবস্থায় পড়ে আছেন জাহিদুল। তখন গ্রাম থেকে খবরটি জানান ঢাকায় অবস্থান করা তার চাচাতো ভাই আরিফুজ্জামানকে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, জাহিদুলের সঙ্গে কোনো কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তিনি।

এদিকে পল্টনের আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর মলম পার্টির খপ্পরে পড়ে ১ লাখ ৩৫ হাজার টাকা খুইয়েছেন মোজাম্মেল হোসেন (৩৮)। তিনি নয়াপল্টনে একটি প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা।

প্রতিষ্ঠানটির পরিচালক ফারুক হোসেন জানান, ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা তুলে প্রতিষ্ঠানে ফিরছিলেন মোজাম্মেল। ব্যাংক থেকে বের হওয়ার পর তার নাক, মুখ ও চোখ জ্বালাপোড়া শুরু করে। চোখ মেলে কিছু দেখছিলেন না তিনি। সেখান থেকে কোনোভাবে ফোন করে তাদের বিষয়টি জানান মোজাম্মেল। এরপর তারা ঢাকা মেডিকেলে গিয়ে মোজাম্মেলকে দেখতে পান। তার কাছ থেকে পুরো টাকা খোয়া গেছে। এছাড়া তার দুটি ফোনের একটি খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জাহিদুলকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। মোজাম্মেলকে চিকিৎসা শেষে তার সহকর্মীরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।