গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার ভেতর ডাব পাড়ার সময় গাছ থেকে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিফিট গার্মেন্টস লিমিটেড নামের পরিত্যক্ত কারখানার ভেতর এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘের বাজার এলাকায় রিফিট গার্মেন্টস লিমিটেড নামের পরিত্যক্ত কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন আনোয়ার। ওই কারখানার ভেতর ডাব পাড়তে তিনি গাছে উঠেন। এ সময় হঠাৎ করে নারিকেল গাছ থেকে নিচে পড়ে যান আনোয়ার। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর সদর উপজেলার শিশিরচালা এলাকায় বাসা ভাড়া থাকতেন আনোয়ার।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা আক্তার বিষয়টি নিশ্চিত বলেন, ওই ব্যক্তি গাছ থেকে পড়ে যায়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ২২৩০, সেপ্টেম্বর ০৯, ২০২৩
আরএস/এএটি