নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রুবেল বিশ্বাস (২৮) ও নাজমুল ওরফে সুজন (১৯) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপালগঞ্জের কাশিয়ানীর দক্ষিণপাড়ার এনায়েত বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বকুলিয়া গ্রামের লতিফের ছেলে নাজমুল ওরফে সুজন।
তিনি আরও জানান, দুই মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ১০ হাজার পিস ইয়াবা বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজ এলাকার নিউ টাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্টে অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমআরপি/এএটি