ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় ভাসছিল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
শীতলক্ষ্যায় ভাসছিল মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরশেনর (নাসিক) ছয় নম্বর ওয়ার্ডস্থ সাধুরঘাটের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে শীতলক্ষ্যা নদীর সাধুরঘাটের পাশে ভাসছিল মরদেহ। পরবর্তীতে উপস্থিত জনতা পুলিশকে ফোন করে জানালে দুপুরের পর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। এখনো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।