নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরশেনর (নাসিক) ছয় নম্বর ওয়ার্ডস্থ সাধুরঘাটের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে শীতলক্ষ্যা নদীর সাধুরঘাটের পাশে ভাসছিল মরদেহ। পরবর্তীতে উপস্থিত জনতা পুলিশকে ফোন করে জানালে দুপুরের পর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। এখনো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমআরপি/এএটি