ঢাকা: রাজধানীর চকবাজারে একটি খাবারের হোটেল থেকে আনসার ব্যাপারী (৩০) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চকবাজারের ইমামগঞ্জ চান সরদার টাওয়ারের সামনে বিসমিল্লাহ হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, সকালে হোটেলের গোডাউনে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোটেলে বাবুর্চির কাজ করতেন।
একই এলাকার মো. আলী আক্কাস নামে এক দোকান কর্মচারী জানান, আনসারের বাড়ি ফরিদপুর সদর উপজেলার নাগেরপাড়া গ্রামে। ১০ বছর ধরে ওই হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করছিলেন তিনি। থাকতেন হোটেলেই। ভোরে তাকে ফজরের নামাজ পড়তে দেখেন তার সহকর্মীরা। এরপর সকাল ৬টার দিকে তাদেরই একজন হোটেলের গোডাউনে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে হোটেলের অন্যান্য কর্মচারীরা জড়ো হন। এরপর থানায় খবর দেন তারা।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এজেডএস/আরবি