ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু জব্দ করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, আসামিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমএমআই/এসআইএ