ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার কারবার করতেন ২ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার কারবার করতেন ২ রোহিঙ্গা

সাভার (ঢাকা): সাভার এলাকা থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থাকা দুইজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। সেইসঙ্গে তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।  

আটকরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুপালং এলাকার ৬৩ নম্বর ব্লকের ১৮ নম্বর ক্যাম্পের নজরুল্লাহর ছেলে রফিক (কাজল হিজড়া) (১৮) ও একই জেলার উখিয়া থানার বালুখালি এলাকার ১০ নম্বর ব্লক-এফ এর নুর হাকিমের ছেলে মামুনুর (পরীমনি হিজড়া) (২৩)।  

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা রোহিঙ্গা। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।

তিনি আরও বলেন, তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩ 
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।