ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইতালির গুলিয়েলমো মার্কোনি গ্রন্থাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
ইতালির গুলিয়েলমো মার্কোনি গ্রন্থাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন

ঢাকা: বাংলাদেশ দূতাবাস এবং রোমে অবস্থিত গুলিয়েলমো মার্কোনি গ্রন্থাগারের যৌথ উদ্যোগে গ্রন্থাগারে  ‘বাংলাদেশ কর্নার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী রোমের বাংলাদেশ দূতাবাসে এ তথ্য জানায়।

বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতির মধ্যে ‘বাংলাদেশ কর্নার’ যৌথভাবে উদ্বোধন করেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং মার্কোনি গ্রন্থাগারের পরিচালক মিজ্ কিয়ারা পমা।  

ইতালির লুমসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সংস্কৃতির  অধ্যাপক ফ্রান্সেস্কো যানিনি, বাংলাদেশি-ইতালিয়ান লেখিকা এবং সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল স্টাডিসের সাবেক অধ্যাপক নিমান সোবহান, ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ  অ্যাসোসিয়েশনের পরিচালক, এশিয়া বিষয়ক ইতালিয়ান থিংকট্যাংক ইতালিয়ান ইনস্টিটিউট ফর এশিয়ার মহাসচিব  ডমিনিকো পালমিয়েরি  এবং ইতালিয়ান ফটোসাংবাদিক স্টিফানো রোমানো  উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিপুল বাংলাদেশিদের কর্মস্থল রোমের একটি স্বনামধন্য গ্রন্থাগার  গুলিয়েলমো মার্কোনিতে ‘বাংলাদেশ কর্নার’ স্থাপনের গুরুত্ব তুলে ধরে লাইব্রেরির পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ দূতাবাস থেকে উপহার হিসেবে ৭০টি বইয়ের মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী (বাংলা ও ইতালিয় ভাষায় অনূদিত), বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিভিন্ন প্রকাশনা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্যকর্ম, রোহিঙ্গাদের ওপর গণহত্যা বিষয়ক প্রকাশনা এবং ইতালিয় ভাষায় রচিত এবং অনূদিত বাংলাদেশ ও বাংলা ভাষার উপর প্রকাশনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রা বিষয়ক কয়েকটি প্রকাশনাও স্থান পায় গ্যালারিতে। রাষ্ট্রদূত ভাষা শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সবাইকে বই পড়া, বাংলা ভাষা চর্চা এবং জ্ঞানার্জন করতে আহ্বান জানান।  

অন্যান্য বক্তারা দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কর্নার’ বন্ধুত্বপূর্ণ দুদেশের মানুষের মধ্যে বন্ধন দৃঢ়তর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।  

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত এবং গ্রন্থাগারের পরিচালক যৌথভাবে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে বাংলাদেশ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্যরা, ইতালিয়ান পাঠক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।