ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে টিলা ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
সিলেটে টিলা ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

সিলেট: সিলেটে ভারী বর্ষণে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বলেন, গত দুই দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে টিলার পাদদেশে থাকা বুলবুল ছত্রীর ঘরের ওপর ধসে পড়ে। স্থানীয়রা মাটি খুড়ে চাপা পড়া অবস্থা থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করেন। এ সময় মাটির নিচে নিখোঁজ ছিল শিশু অর্চনা। প্রায় দুই ঘণ্টা পর মাটিচাপা পড়ে মৃত অবস্থায় অর্চনাকে উদ্ধার করা হয়।  

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, ‘সিলেটে দুই দিন ধরে ভারী বর্ষণের কারণে টিলার পাদদেশে বসবাসকারীদের সতর্ক করে একাধিকবার মাইকিং করা হয়েছে। শনিবার ভোরে টিলার মাটি ধসে অর্চনা নামের শিশুটি মারা যায়।  

তিনি বলেন, খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মৃত শিশুর বাড়িতে যাই। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

বাংলাদশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।