ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (০৭ অক্টোবর) বিকেলে এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ সূচনা টাইগারদের দারুণ অর্জন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
এ সময় অভিনন্দন বার্তায় চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় স্পৃহা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এমএমআই/এসআইএ